• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ মে, ২০২৪

নিঝুম দ্বীপে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক ও ত্রাণ বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী নামে খ্যাত নিঝুম দ্বীপ ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ আর্থিক সহায়তা দেন স্থানীয় হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি।

শুক্রবার (৩১ মে ) বেলা ১১টার দিকে উপজেলার ১১নং নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সবরকমের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তিনি বলেন আমাদের এমপি জনাব মোহাম্মদ আলী সাহেবের পরামর্শ ও দিকনির্দেশনায় আমরা প্রাকৃতিক দূর্যোগের পূর্ব ও পরবর্তী সকল ধরনের ভূমিকা পালন করে থাকি।
পরে ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে চাল এবং একশত টাকা করে নগদ ২ লক্ষ টাকা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মহিন এবং হাতিয়া থানা অফিসার ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর এবং হরনী ইউনিয়নের চর গাসিয়াতেও ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে ত্রাণ সহায়তা এবং নগদ অর্থ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি।

আরও পড়ুন