• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন বানচালে মরণ কামড় দিতে চাইছে বিএনপি: কাদের

নির্বাচন বানচালের জন্য মরণ কামড় দিতে চাইছে বিএনপি। নির্বাচনমুখী সব দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নাশকতা, গুপ্তহামলা ও নির্বাচনবিরোধী অপতৎপরতা মোকাবিলা করা হবে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বাংলাদেশ প্রশ্নে একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না যুক্তরাষ্ট্র।

দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ফোর্বসের বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে শেখ হাসিনাকে নির্বাচিত করায় আওয়ামী লীগ গর্বিত। বিএনপির জ্বালাও পোড়াও গাজায় ইসরাইলী হামলার কথা স্মরণ করিয়ে দেয়। সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা তার। বলেন, নির্বাচন নিয়ে কৌশলে লুকোচুরির কিছু নেই।

নিষেধাজ্ঞের শঙ্কার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বন্ধুহীন নয়। বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সব দেশ একমত নয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। সংঘাতের শঙ্কা নেই। অবাধ নির্বাচনে জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে গেলে আওয়ামী লীগের কিছু বলার নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন