• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ জুলাই, ২০২৪

রাজনীতি: বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের কমিটি ঘোষণা

নোয়াখালী ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ১৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেছে দলটি। এতে কাজী মো. সেলিম রেজাকে আহ্বায়ক এবং কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে সেলিম রেজা ও আবুল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

নবগঠিত ওলামা দলের কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও মো. আলমগীর হোসেন (চাঁদপুর), কারী গোলাম মোস্তফা (চাঁদপুর) ও মো. দেলোয়ার হোসেনকে (মাদারীপুর) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা : নজরুল ইসলাম তালুকদার (মাদারীপুর), কাজী মো. মশিউর রহমান (জামালপুর), কারী মো. সিরাজুল ইসলাম (গাজীপুর), ইনামুল হক মাজেদি (রংপুর), হাফেজ মাহমুদুল হাসান (ময়মনসিংহ), কারী এখলাস উদ্দিন (ময়মনসিংহ), কাজী মোস্তফা জামাল (গাজীপুর), মুহাম্মদ সলিমউল্লাহ (চাঁদপুর), এ বি এম রুহুল আমীন (ঢাকা), শামীম আহমেদ (বরগুনা), মো. মফিজুর রহমান (ময়মনসিংহ), আবু বকর চাখারি (বরিশাল), আলমগীর হোসেন খলিলী (চাঁদপুর), মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া), রফিকুল ইসলাম (ভোলা), খলিলুর রহমান (নীলফামারী), মো. রফিকুল ইসলাম (গাজীপুর), হাফেজ মো. মিসবাহ উদ্দিন সদস্য (নেত্রকোনা) মো. নুরুল হক (সিলেট), হাফেজ জসিম উদ্দিন (চাঁদপুর), জাবের হোসেন চৌধুরী (চট্টগ্রাম), মো. রফিকুল ইসলাম (কিশোরগঞ্জ), শাহদাত হোসেন (ভোলা), শরীফ মো. সফিউল্লাহ (ঢাকা), হাফেজ মো. মামুন (নারায়ণগঞ্জ), হাফেজ মো. জাকারিয়া (নারায়ণগঞ্জ), খায়রুজ্জামান রঞ্জু (সাতক্ষীরা), মোশাররফ হোসেন (যশোর), হাবিবুল্লাহ নোমানী (মানিকগঞ্জ), মো. জিয়াউর রহমান (কুমিল্লা), শাখাওয়াত হোসেন (ময়মনসিংহ), কাজী নাসির উদ্দিন (চাঁদপুর), হান্নান জিলানী (চট্টগ্রাম), কারি আশিকুর রহমান (মানিকগঞ্জ), হাফেজ মো. মাসুম বিল্লাহ (ফরিদপুর), আবদুল্লাহ আল্ মামুন সিদ্দিকী (টাঙ্গাইল), মো. তাজউদ্দিন আহমেদ (রাজশাহী), জামাল হোসেন (রংপুর), হাফেজ মো. মোখলেছুর রহমান (গাজীপুর), হাফেজ মো. হাসান (লক্ষ্মীপুর), মো. সিদ্দিক হুসাইন (গাজীপুর), মো. এনামুল হক (সিরাজগঞ্জ), হাফেজ মো. ইব্রাহীম (গাজীপুর), মো. আবদুল জব্বার সালেহী (পটুয়াখালী), কারি মো. রফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), হাফেজ কারি শহীদ ভূঁইয়া (কুমিল্লা), হাফেজ মো. নায়েব আলী (ব্রাহ্মণবাড়িয়া), হাফেজ কুতুব উদ্দীন (মাদারীপুর), কাজী মোখলেছুর রহমান (লালমনিরহাট), আল আমিন (ব্রাহ্মণবাড়িয়া), মো. আবু সাফা (নোয়াখালী), ফজলে রাব্বী (বগুড়া), হাফেজ মো. মিজানুর রহমান (ফেনী), কাজী আবদুর রহিম (মৌলভীবাজার), হাফেজ ফারুক আল ফাহাদ (নোয়াখালী), মো. আইয়ূব আলী (বরগুনা), আনোয়ার হোসেন (চুয়াডাঙ্গা), ফজলুল করিম (দিনাজপুর), মো. আবুল কালাম আজাদ (ঢাকা), মো. শাহজাহান শিকদার (মুন্সিগঞ্জ), মো. ইউনুস (নারায়ণগঞ্জ), হাফেজ মো. খোকন (গাজীপুর), হাফেজ মাসুদ রানা (ঢাকা জেলা), হাফেজ মো. শহিদুল্লাহ চিশতী (চট্টগ্রাম), মো. মিম খিজির হায়াত (ঠাকুরগাঁও), মো. দেলোয়ার হোসেন (ফরিদপুর), মো. ইশহাক মিয়া (ব্রাহ্মণবাড়িয়া), মো. আবুল কাশেম (রাঙামাটি) মো. লুৎফুল্লাহ (বরিশাল), হাফেজ মো. ফারুক হোসাইন (খুলনা), হাফেজ জিয়াউল হাসান (খুলনা), হাফেজ নুরুল হক (বরিশাল), মাঈনুদ্দিন আহমেদ ফয়েজ (সিলেট), মো. মোস্তাকিম (বগুড়া), কারি সাইফুল ইসলাম (ভোলা), হাফেজ আবদুর রাজ্জাক (সিরাজগঞ্জ), মো. ওমর ফারুক (গোপালগঞ্জ), মো. আবু নোমান (কুমিল্লা), শাহ মো. শরিফ উল্লাহ (বান্দরবান), মোতাহার হোসেন সোহেল (লক্ষ্মীপুর), মো. মোমেন (গাজীপুর), কারি মো. কবির হোসেন (হবিগঞ্জ), মো. জসিম উদ্দিন (চাঁদপুর), তাজুল ইসলাম খান (ব্রাহ্মণবাড়িয়া), মুফতি রিয়াজুল ইসলাম (ঢাকা), আহমেদ তানভীর (রাজবাড়ী) মো. কামরুদ্দিন (ঢাকা), আবু হানিফ (নেত্রকোনা), মো. ইউসুফ আলী তালুকদার (চাঁদপুর), মো. মোস্তাফিজুর রহমান (ঢাকা), মো. জিল্লুর রহমান (সিলেট), মো. জয়নাল আবেদীন (চট্টগ্রাম), হাফেজ মো. জামিল হোসেন (ঢাকা), মো. আবদুস সাত্তার (চাঁদপুর), মো. শহিদুল্লা (ধামরাই), হাফেজ মো. কাজী মাহমুদুল হাসান (কুমিল্লা), মো. মিজানুর রহমান (ঢাকা), রিয়াজ উদ্দীন (গোপালগঞ্জ), কাউছার আলম মৃধা (কুমিল্লা), কারি আমিরুল ইসলাম (ঢাকা), কাজী মো. মোজাম্মেল হক চৌধুরী (চট্টগ্রাম), মো. রাশেদুল হাই (ঢাকা), নুরুন্নবী চৌধুরী (ঢাকা), হাফেজ আবু বক্কর (ফেনী), মোমিনুল ইসলাম (ঢাকা), হাফেজ ইকবাল হোসাইন (কুমিল্লা), নূর মোহাম্মদ মোল্লা (ঢাকা), মো. তাইজুদ্দিন (বরিশাল), মো. ইলিয়াস আলী (সুনামগঞ্জ), হাফেজ নুরে আলম (বরিশাল), ওলিউল্লাহ (ঢাকা), মো. আবদুল হান্নান (ময়মনসিংহ), মো. আতিকুর রহমান (হবিগঞ্জ), মো. নোমান আহমেদ (নরসিংদী), হাবিবুর রহমান এহসানী (নারায়ণগঞ্জ), গাজী আবু বকর শিবলী (ফেনী), এম এম আশরাফুল আলম (ময়মনসিংহ), মৌলভি খায়রুল ইসলাম (ঢাকা), হাফেজ আবদুর রশিদ (ঠাকুরগাঁও), মো. আকরাম হোসাইন (মাগুরা), হাফেজ মো. আবদুল্লাহ শরীফ (কিশোরগঞ্জ), মো. জিল্লুর রহমান (সিলেট), মো. ওয়াহিদুজ্জামান (নোয়াখালী), এইচ এম আলী আহমেদ (ঢাকা), সাইদুর রহমান (ঝালকাঠি) মো. রিয়াদুল ইসলাম (ঢাকা)।

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর