• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৩

আমার নমিনেশন শেখ হাসিনার হাতে – সুবর্ণচরে একরামুল করিম চৌধুরী এমপি

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি বলেছেন, আমার নমিনেশন নিয়ে আপনাদের এক সেকেন্ডের জন্যও চিন্তা করতে হবে না,আমার নমিনেশন শেখ হাসিনার হাতে । তিনি(শেখ হাসিনা) অলরেড়ি আমাকে বলে দিয়েছে এলাকায় যাও, এলাকায় কাজ শুরু কর । কে কোন খানদি এটা লাগিয়েছে, ওটা লাগিয়েছে,এতো দরকার কি এগুলো করার।
বুধবার বিকেল ৪ টার দিকে সুবর্ণচর উপজেলা চর জুবিলী ইউনিয়নের চর মহি উদ্দিন গ্রামের স্লুইচগেইট বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দেখতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন একরামুল করিম চৌধুরী এমপি।
এমপি একরামুল করিম চৌধুরী সুবর্ণচরের মানুষকে উদ্দেশ্য করে বলেন, আমাকে আপনাদের ভালোবাসার সাথে রাইখেন, আমাকে সরায় দিয়েন না, আপনাদের সাথে রাইখেন। আমি আপনাদের ঘামের গন্ধের সাথে থাকতে চাই,আমাকে আপনারা মনে রাখলে, যদি বাংলাদেশের সব লোক ও যদি বাদ দিয়ে দেয়। আমার সমস্যা নেই।
তিনি বলেন, হাতিয়ার লোক এসে আমাকে ভোট দিবে না, আমাকে ভোট দিবেন আপনারা।আমার আপনাদের দরকার, হাতিয়ার লোকের দরকার নেই, বেগমগঞ্জের লোকের দরকার নেই, সদর সুবর্ণচরের লোক আমার লগে(সাথে) থাকলে হবে, তাদের ভোট পাইলে চলবে।
এমপি বলেন, আপনারা যারা আল্লাহর উপর আত্ম বিশ^াস আছে ,শেখ হাসিনার উপর বিশ^াস আছে,আমার উপর বিশ^াস রাখতে পারেন। আমার শুধু একটাই চাওয়া সুবর্ণচরের মানুষের কাছে আমি মরে গেলে আমার কবর যেন সুবর্ণচরে হয়।  এসময় এমপি একরামুল করিম চৌধুরী আগুনে ক্ষতিগ্রস্থ ৫ দোকান মালিককে নগদ ২০ হাজার টাকা করে দেন এবং উপজেলা টিআরকাবিখা থেকে আরও ৫০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব,চর জুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা খসরু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চর ওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভুইয়া। যুবলীগ নেতা আবদুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লা আল মামুন জাবেদ প্রমূখ।

আরও পড়ুন