• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৩

সুবর্ণচরে খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ : কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : একদিন আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ, প্রত্যন্ত অঞ্চলে কলেজটি হবে মেধা বিকাশের আরেক উদাহরণ” সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের।

বৃহস্পতিবার ২ আগস্ট বিকেল তিনটায় খলিল উল্যাহ মিয়া কলেজে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী বোর্ডের সভাপতি একেএম মিজানুর রহমান দীপকের সঞ্চালনায় আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাসের।

প্রধান অতিথি প্রফেসর জামাল নাসের বলেন, “মাদক সন্ত্রাস বন্ধে সবাইকে কাজ করতে হবে, শিক্ষিত জাতি গড়তে আগে নিজেকে তৈরী করতে হবে, কলেজ করলে হবেনা, এলাকার সকল অভিভাবক শিক্ষার্থীরা সকলে এগিয়ে আসতে হবে, সকলের প্রচেষ্টায় একদিন সুবর্ণচরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজ হবে শ্রেষ্ঠ কলেজ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যন্ত অঞ্চলে এমন কলেজের বিকল্প নেই।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মাউশি কুমিল্লা কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পটোয়ারী, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আল হেলাল মোশাররফ, কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ হানিফ, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোঃ হারুন, নোয়াখালী পাবলিক কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাকদির হোসেন, আব্দুল মালেক উকিল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক, চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যাপক জামশেদুর রহমান কিসলু।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, হাবিব উল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশ্বর চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলার বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূঁইয়া, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ মিয়া, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধিজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ।

আরও পড়ুন