• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৩

১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত : তলিয়ে গেছে হংকংয়ের অধিকাংশ এলাকা

১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। পানির নিচে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। চীনের এই জনবহুল অঞ্চলটিতে মূলত বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

এরই মধ্যে হংকং কর্তৃপক্ষ ভয়বাহ পরিস্থিতির কারণে স্কুল বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ রাস্তা, শপিংমল ও মেট্রো স্টেশন পানির নিচে তলিয়ে গেছে।

ডুবে গেছে ক্রস-হারবার টানেল যা, হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

হংকং অবজারভেটরি, শহরের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন হাইকুইয়ের আঘাতের পর বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ১৫৮ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

অবজারভেটরি সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি আকস্মিক বন্যার কারণ হতে পারে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলার পাশাপাশি তাদের বাড়িঘর প্লাবিত হলে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি ভয়াবহ বন্যার বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সব বিভাগকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া ব্যুরো ঝড়ের সতর্কতা জারি করেছে, যা এদিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন