• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ অক্টোবর, ২০২৩

সোনাইমুড়ীতে প্রবাসীর জায়গায় ভবন নির্মাণের অভিযোগ

মোঃ জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রতিনিধি : সোনাইমুড়ী বাজারে জোরপূর্বক প্রবাসীর জায়গায় ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ী রেলওয়ের পূর্ব পাশে নাওতোলা মৌজার জয়নাল আবেদিনের ছেলে দেলোয়ার হোসেনের জায়গায়। বাহরাইন প্রবাসী দেলোয়ার সাড়ে ৮ শতাংশ সম্পত্তি ক্রয় করে। পরবর্তীতে পাশ্ববর্তী আনিসুর রহমান, শাহ জালাল গংরা দেলোয়ার হোসেনের কাছ থেকে অর্ধ শতাংশ ক্রয় করে। কিন্তু ভবন নির্মাণের সময় ১ শতাংশ দখল করে ভবন নির্মাণ শুরু করে। তখন প্রবাসীর পরিবারের লোকজন এ কাজে বাঁধা দিলে বিষয়টি সমাধান করে কাজ করবে বলে অভিযুক্তরা আশ্বাস দেন।

পরবর্তীতে তারা কাজ চলমান রাখলে ভুক্তভোগী পরিবার সোনাইমুড়ী পৌর সভায় অভিযোগ দায়ের করে। পৌরসভা থেকে নোটিশের মাধ্যমে কাজ বদ্ধ রাখতে নির্দেশ দেওয়া হলেও ভবনের ২য় তলার কাজ চালিয়ে যাওয়া হয়। ২য় ধপা পৌরসভা থেকে কাজ বদ্ধ রাখতে বলা হলেও ভবনের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে প্রবাসীর পিতা জয়নাল আবেদিন বলেন, দীর্ঘদিন থেকে আমরা বিষয়টির সমাধান করার জন্য বলছি। কিন্তু তারা কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। এ বিয়ষে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর