• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৩

সুবর্ণচরে ৫২ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলায় মাদক বিক্রি করার সময় ৫২ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৮ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার মাথা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্য চর রমোনি মোহন গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ রাসেল-(২৯) একই উপজেলার বড়খেরী গ্রামের জমির উদ্দিন রাশেদ এর ছেলে রাহিম উদ্দিন ফ্রনি(২৮)।

পুলিশে জানায়, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদেরথেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন