• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি সারল টাইগার যুবারা

প্রিটোরিয়াতে বুধবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ যুব দল। এই ম্যাচে অজিদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে টাইগার যুবারা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বৃষ্টি আইনে হেরে যায় বাংলাদেশ।

টস জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে ঘুরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে। ওপেনার হ্যারি ডিক্সনকে মাত্র ৩ রানে ফেরান মারুফ মৃধা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারি লম্বা করতে পারেনি জুটি। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন হার্জাস সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক হাফ উইগান। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পক্ষে ৫ ওভারে ২১ দিয়ে ৪ উইকেট নেন রোহানাত উদ্দৌলা বর্ষণ। ২টি উইকেট নেন মাহফুজুর রহমান। এছাড়া ১টি করে উইকেট নেন ইকবাল হোসেন, মারুফ, রাফি উজজামান ও শেখ পারভেজ।

মাত্র ১৬৫ রান তাড়া করতে নেমে শুরুতে অবশ্য হুটহাট উইকেট ছুঁড়ে দেয়নি বাংলাদেশ। দলীয় ৩৭ রানের মাথায় আদিল বিন সিদ্দিক ২০ রানে ফেরার পর আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ফিরেন ১৯ রান করে।

জিসান আলমের ব্যাটে আসে ২৩ রান, আরিফুল ইসলাম করেন ১৫ রান। তবে মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৫৩ (৫৯) রানে ভর করে ৩২.১ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে অনায়াসে জয় পায় বাংলাদেশ।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগার যুবারা।

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর