• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৪

দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রিতে, রেড অ্যালার্ট

টানা দ্বিতীয় দিনের মতো কমল দিল্লির তাপমাত্রা। এবার দিল্লির বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ভারতের আবহাওয়া দপ্তর শীত ও কুয়াশা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিল্লিতে জারি করেছে রেড অ্যালার্ট।

শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে দিল্লির তাপমাত্রা নেমেছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লিতে সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। কুয়াশার কারণে দিল্লির ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। অনেক ট্রেন এক থেকে ছয় ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।

দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চণ্ডিগড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে রাজস্থানেও তীব্র কুয়াশা পড়ছে।

আরও পড়ুন