• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪

সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত, এক মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী থানা পুলিশ পৃথক অভিযানে তিন ডাকাত ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার(৭ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার বজরা এলাকার কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে টহল পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, একটি ধারালো ক্রিজ, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার বাবুনগর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আব্দুর রহমান(৩০) একই উপজেলার রহমত উল্ল্যার ছেলে বাদল(২৫) ও সদর থানা এলাকার বৌকন্ঠপুর বাহারের ছেলে মেহেদী হাসান প্রকাশ শাকিল(২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের কয়েকটি মামলা রয়েছে।

অপরদিকে, থানার এসআই জাকির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই চাষিরহাট ইউনিয়নের রথি উত্তরপাড়ার মাহফুজ আলমের দোকানের পাশে মাদকব্যবসায়ী মোঃ সেলিম (৩৭) কে আটক করে। তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে উপজেলার রথি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য সাংবাদিকদের জানান।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর