• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৪

নোয়াখালী ক্লাব নির্বাচনে সভাপতি মানিক সম্পাদক হাই

নিউজ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে শনিবার ৯ মার্চ দিনব্যাপী মানিক মিয়া এভিনির রাজধানী উচ্চ বিদ্যালয়ে নোয়াখালী ক্লাব লিমিটেড ঢাকার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের আগামী দুই বছরের জন্য ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান ভূইয়া মানিক। ১২২ ভোট পেয়ে তার নিকটতম হলেন শহিদুল আহসান।
এছাড়া ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। অন্যদিকে এই পদে জামাল উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোঃ কামাল উদ্দিন ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ১৩৫ ভোট পেয়ে নিকটতম হয়েছেন আবুল বাশার।

কার্যনির্বাহী সদস্য হলেন মোহাম্মদ সামছুদ্দীন আহাম্মদ সেলিম ২১৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, তোফাজ্জল হোসেন ফরহাদ ২০০ ভোট পেয়ে দ্বিতীয়, ইমাম হোসেন তারেক ১৯৬ ভোট পেয়ে তৃতীয়, আবুল কালাম আজাদ ১৮৬ ভোট পেয়ে চতুর্থ, আজিজুর রহমান কিরণ ১৮০ ভোট পেয়ে পঞ্চম, আনোয়ার হোসেন মন্টু ১৮০ ভোট পেয়ে ষষ্ঠ, মোহাম্মদ সেলিম চৌধুরী ১৭৮ ভোট পেয়ে সপ্তম, মোহাম্মদ মাহফুজুর রহমান কিরণ ১৭৮ ভোট পেয়ে অষ্টম, মোহাম্মদ মঞ্জুরুল আজিম সুমন ১৭৫ ভোট পেয়ে নবম, মোহাম্মদ জাকির হোসেন পারভেজ ১৭১ ভোট পেয়ে দশম, মোহাম্মদ সালাহ্ উদ্দির ১৬৬ ভোট পেয়ে একাদশ, আহম্মদ উল্যা ১৬৫ ভোট পেয়ে দ্বাদশ, এ কে এম আইয়ুব উল্যা ১৫৯ ভোট পেয়ে তের তম, ফজলে আজিম সুমন ১৫৫ ভোট পেয়ে চৌদ্দতম হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ড. মোহাম্মদ বেলায়েত হোসেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতীহীন ভাবে ৩ পর্যন্ত চলে ভোট গ্রহন। ক্লাবে মোট ভোটার সংখ্যা ৩৭৫ জন, এর মধ্যে ভোট প্রদান করেছে ৩১৮ জন।

আরও পড়ুন

  • নির্বাচন এর আরও খবর