• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

রমজানের প্রথম জুমায় বজরা শাহী মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : মাহে রমজানের প্রথম জুমার নামাজে ঐতিহাসিক বজরা শাহী মসজিদে মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে। রমজানের প্রথম জুমায় অংশ নিতে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। বছরের সব সময় এ মসজিদে পর্যটকদের আনাগোনা থাকলেও রমজানে তা আরও বেড়ে যায়।

শুক্রবার (১৫ মার্চ) রমজানের প্রথম জুমায় মসজিদে সাধারণ জুমার থেকে অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল। আর এ জুমার নামাজে ইমামতি করেন বজরা শাহী মসজিদের খতিব মাওলানা মো. মীর আবুল কাশেম।

মাইজদী থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বজরা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত বজরা শাহী জামে মসজিদ অবস্থিত।

জানা যায়, দিল্লীর মোগল সম্রাটরা অবিভক্ত ভারতবর্ষে ৩০০ বছরের অধিককাল রাজত্ব করেন। এই দীর্ঘ সময়কালে মোগল সম্রাটরা এবং তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত, মসজিদ নির্মাণ করেন যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নির্দশন হিসেবে বিরাজমান।
এগুলোর মধ্যে আগ্রার তাজমহল, সেকেন্দ্রা, দেওয়ানে আম, আগ্রার দূর্গ, দিল্লীর লাল কেল্লা ও দিল্লির শাহী জামে মসজিদ অন্যতম। দিল্লীর বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমান উল্লাহ খান ১১৫৪ হিজরি, ১১৩৯ বাংলা মোতাবেক ১৭৪১ সালে অর্থাৎ প্রায় তিনশ বছর আগে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন যা আজও মোগল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে।

জনশ্রুতি রয়েছে, এ মসজিদে কিছু মানত করলে তাতে শুভ ফল পাওয়া যায়। তাই দেখা যায় যে, দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার আশায় অগণিত মানুষ প্রতিদিন এ মসজিদে টাকা পয়সা দান করেন। এছাড়া বহু দূর-দূরান্ত থেকে মানুষ এসে এ মসজিদে নামাজ আদায় করেন।

চাটখিল উপজেলায় থেকে আসা মো. সাইফুল ইসলাম বলেন, বজরা শাহী মসজিদ মুসলিমদের অতীত ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন। রমজানের প্রথম জুমা এখানে পড়াতে ভালো লাগছে।

জেলা শহর মাইজদী থেকে জুমার নামাজ আদায় করতে আসা আরেফিন শাকিল বলেন, আগেই নিয়ত করেছিলাম, প্রথম জুমার নামাজ বজরা শাহী মসজিদে পড়ব। তাই একটু আগেভাগেই রওনা দেই। এ মসজিদে নামাজ পড়তে পারলে ভালোলাগা কাজ করে।

বজরা শাহী মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওলানা মো. হাসান সিদ্দীকি বলেন, রমজানের প্রথম জুমা উপলক্ষে আজকে উপচে পড়া ভীড় ছিল। রমজান মাসে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। প্রায় সাড়ে তিন হাজারের মতো মুসল্লী ছিল। জুমার নামাজে ইমামতি করেন বজরা শাহী মসজিদের খতিব মাওলানা মো. মীর আবুল কাশেম। প্রতি জুমায় লাখ টাকার উপরে মুসল্লিরা মসজিদে দান করেন।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর