• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২৪

মাইজদীতে হিজড়া সম্প্রদায়কে নিয়ে চেয়ারম্যানের ইফতারের আয়োজন

xr:d:DAF88IAgksg:56,j:8129420621672295691,t:24033011

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে ট্রান্স জেন্ডারদের (হিজড়া সম্প্রদায়) নিয়ে ইফতারের আয়োজন করেছেন ৬ নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত।

গত শুক্রবার ২৯ মার্চ জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হলে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলার ট্রান্স জেন্ডার সদস্যদের মধ্যে ৩৫জন সদস্য উপস্থিত ছিল।

ইফতারের পূর্ব মুহূর্তে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়জিদ বিন আকন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে একজন প্রতিবন্ধী সরকারের কাছ থেকে প্রতিবন্ধী ভাতাসহ সকল প্রকার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু তৃতীয় লিঙ্গের এ মানুষ গুলোতো এ দেশের নাগরিক। তাহলে তাদের প্রতি অবজ্ঞা, এতো অবহেলা কেনো? তাদের প্রতি এতো ধৃক্কার কেনো? তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সরকার নজর দিয়েছে, নানা ধরনের সুযোগ সুবিধার কর্মসূচী গ্রহণ করেছে।

আরও পড়ুন