• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৪

বেগমগঞ্জে মে দিবসে শ্রমিক লীগ ও চৌমুহনী সাধারণ শ্রমিক ইউনিয়নের র‍্যালী ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : শ্রমিকদের ন্যায্য দাবী আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগোতে নারকীয় হত্যাকান্ডর স্মরণে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদশে ও যথাযোগ্য মর্যাদায় ১ মে শ্রমিক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ ও চৌমুহনী সাধারণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার ১ মে সকালে চৌমুহনী মদন মোহন স্কুল হল রুমে উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও রেলওয়ে চত্ত্বরে সাধারণ শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভা করে।

বেগমগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগন্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসু উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আকতারুজ্জামান আনসারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শেখ শহীদ, মোঃ নুরুদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপু।

অন্যদিকে রেলওয়ে চত্বরে সাধারণ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাঃ আবদুল মন্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনমোমুনুর রশীদ কিরণ এমপি। বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযােদ্ধা খালেদ সাইফুল্যা, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, বেগমগঞ্জ থানার (ওসি) আনায়ারুল ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মান্না, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেল্লাল হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, মালিক-শ্রমিক একে অপরের সম্বয়ক হিসাব কাজ করল উভয়ের স্বার্থ সংরক্ষণ হবে। এ জন্য উভয় পক্ষক উদার মন নিয় কাজ করলে আদালন সংগ্রামের প্রয়াজন হবে না। এ জন্য সকলক সচতন থাকার আহ্নবান জানানো হয়।

আরও পড়ুন

  • বেগমগঞ্জ এর আরও খবর