• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৪

সোনাইমুড়ীতে আদালতে রায় অমান্য করে জমির কাঁচা ধান কাটলো প্রতিপক্ষরা

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে আদালতের নিষেধ উপেক্ষা করে ফসলি জমির কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার কালুয়াই এলাকার মোঃ মাসুদ, রায়হান, নূর সালামসহ ভাড়াটিয়া ১০/১২ জন সন্ত্রাসী নাদিরুজ্জামানের জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়।

জানা যায়, নোয়াখালীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে কালুয়াই এলাকার মোঃ নাদিরুজ্জামান ও মাসুদ গংদের সাথে দীর্ঘ দিন থেকে জমিজমা সংক্রান্ত বিভেদ চলে আসছে। বিভেদ নিষ্পত্তিতে আদালতে মামলা দিলে বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতাবস্থা জারি করেন।

তবে আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে জমির অপরিপক্ক ধান কেটে নিয়ে গেছেন অভিযুক্ত মোঃ মাসুদ, নুর সালাম, কামরুল ইসলাম, সহিদুল ইসলাম সোহাগেরা। পরে ভুক্তভোগী মোঃ নাদিরুজামান ৯৯৯ নাম্বারে ফোন দিলে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোনাইমুড়ী থানার এসআই জাকির হোসেন জানান, ৯৯৯ এর কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেসময় একদল ব্যক্তিকে জমির কাঁচা ধান কাটতে দেখেন। প্রতিপক্ষরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কাঁটা ধান জমিতে রেখেই পালিয়ে যায়। এই জমির ওপরে আদালত স্থিতাবস্থা জারি করেছেন। যারা আদালতের নিষেধ অমান্য করেছেন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাদিরুজ্জামান জানান, এটি তার পৈতৃক সম্পত্তি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় জমি জবরদখল করার চেষ্টা চালাচ্ছে। তিনি নিজেদের জমি রক্ষায় আইনের সহায়তা চেখেছেন। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন

  • সোনাইমুড়ী এর আরও খবর