• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২১ নভেম্বর, ২০২৩

সেনবাগে উন্নত যোগাযোগের জন্য রাস্তার উন্নয়ন প্রয়োজন

সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদী-তেমুহনী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর মানিকমুড়া রাস্তাটির জরাজীর্ণ অবস্থা। এ রাস্তার পাশে চারটি ইটের ভাটা থাকায় মাটি বোঝাই ট্রাক ও ইট বোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন রাস্তাটি ছাতারপাইয়া উত্তরাঞ্চলবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোন কোন অংশ গর্তে পরিণত হচ্ছে এবং এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীরা। পাশাপাশি রয়েছে ছাতারপাইয়া বাজার টু ছিলাদি-তেমুহানী বাজার (মুক্তি যোদ্ধা শহীদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক সড়ক)। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর রাস্তাটি নষ্ট হয়ে যায় (মধ্য ছাতারপাইয়া মজুমদার পাড়া থেকে ছিলাদি শেষ মাথা পর্যন্ত)। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি খুবই সমস্যা সৃষ্টি করে, এছাড়া রাস্তাটি আরো প্রশস্ত করা প্রয়োজন। সুতরাং ছাতারপাইয়া বাজার -চিলাদি-তেমুহনী বাজার রাস্তার এ টি রাস্তার কাজ যথা শীঘ্রই শুরু করে এলাকাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে।

গিয়ার উদ্দিন
ছাতারপাইয়া
সেনবাগ

আরও পড়ুন