• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩

ডিবি পরিচয়ে মেয়েসহ আ.লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে ডিবি পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ নেতা মো. ইয়াছিন (৫২) ও তার বড় মেয়ে সুরাইয়া ইয়াছিনকে (২০) তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইয়াছিনের স্ত্রী লুৎফর নাহার।
মো. ইয়াছিন উপজেলার কাদরা ইউনিয়নের ৬ নম্বর নজরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

ভুক্তভোগীর স্ত্রী লুৎফর নাহার বলেন, বৃহস্পতিবার উপজেলার নজরপুর গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের আটক করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের নিয়ে যাওয়ার পর সেনবাগ থানা ও জেলা ডিবি অফিসে যাই। কিন্তু কেউ আমার স্বামী কোথায় আছে তা বলতে পারেনি।

সেনবাগ থানার ওসি মো. আবু জাফর বলেন, ডিবি পুলিশ পরিচয়ে এলাকায় কোনো অভিযানের বিষয়ে তারা কিছুই জানেন না। কোনো ব্যক্তিকে তুলে নেওয়া হয়েছে সে বিষয়েও তারা অবগত নয়। এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগও করেননি।

আরও পড়ুন