• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৩

সেনবাগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সুর্যউদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ সুচনা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদের পুষ্পমাল্য অর্পণ করেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও ভাইস- চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সেনবাগ পৌরসভায় মেয়র আবু নাছের ভিপি দুলাল, বাংলাদেশ পুলিশ সেনবাগ থানার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন, সেনবাগ পল্লী বিদুৎ সামিতির ডিজিএম মোস্তফা আমিরুর রাশেদ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংঘ। সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় পার্টি, সকাল ১১ টায় বিপুল পরিমাণ নেতা কর্মী ও বিশাল মিছিল সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির জয়নুল আবেদীন ফারুক গ্রুপের নেতৃবৃন্দ। সকাল সাড়ে আট টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, জাতীয সংগীত পরিবেশনা জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।

কুচকাওয়াজ শেষে বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে ছাত্র- ছাত্রীদের ডিসপ্লে ও
বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের আয়োজনে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা গান মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন ও পৌর মেয়র একাদ্বশের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগের দিন উপজেলা পরিষদ ভবন, সেনবাগ থানা ভবনসহ পৌর শহরের বিভিন্ন ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

আরও পড়ুন