• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩

সেনবাগে আচরণবিধি লঙ্গনের অভিযোগে দুই সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচারনা করে নৌকা ও কাঁচি মার্কার দুই সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে সেনবাগ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

শুক্রবার বিকেলে উপজেলার ৮ নং বিজবাগ ইউপির বালিয়কান্দি এলাকায় নির্বাচন আচরণবিধি ২০১৩ এর ১০ ধারা লঙ্ঘনে ১৮ ধারায় অভিযুক্ত হওয়ায় নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক গোলাম রহমান প্রকাশ হারুন (৪৩)কে দুই হাজার টাকা ও স্বতন্ত্র কাঁচি মার্কার প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক অজি উল্যা (৬০) কে তিন হাজার টাকা এবং জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন এই অভিযান প্রতিদিন চলমান থাকবে এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

আরও পড়ুন