• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৪

সেনবাগ উপজেলা হাসপাতালের শিশু ও বয়স্ক রোগীদের ভিড়

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : শীত ও ঠান্ডা জনিত কারণে সেনবাগে দেখা দিয়েছে রোটাভাইরাস জনিত ডায়রিয়া, এজমা ও শ্বাস কষ্ট জনিত বিভিন্ন রোগের প্রদুভাব। গত ১৫দিনে সেনবাগ উপজেলা ৫০শয্যা সরকারি হাসপাতালে শুধু ডায়রিয়ায় নিয়ে ভর্তি হয়েছে ৯০জন শিশু। এছাড়াও এজমা ও শ্বাস কষ্ট সহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়েছে আরো অন্তত ২শতাধিক রোগী। ডায়রিয়া রোগীদে ভিড়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের।

সেনবাগ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ রফিকুল ইসলাম জানান, ঠান্ডা জনিত কারণে সেনবাগে রোটাভাইরাস রোগের প্রদুরভাব দেখা দিয়েছে ব্যাপক ভাবে। গড়ে প্রতিদিন ৬ থেকে ৭জন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে তাদের চিকিৎসা দিতে হিমশিত খেতে হচ্ছে ডাক্তার, ও নার্সদের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মহিবুস সালাম খান সবুজ জানান,বর্তমানে শীত ও ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে, জেলা সিভিল সার্জনের দিক-নির্দেশনায় চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন তারা।

আরও পড়ুন