• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৪

সেনবাগের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারির সকাল থেকে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন,তারা হলেন এক নম্বর ব্যালেট মোহাম্মদ ইলিয়া সুমন, ইমাম হোসেন স্বপন, গোলাম সারোয়ার পাশা,আমিরুল ইসলাম ভূঁইয়া, জাহিদুল ইসলাম, মোতাহের হোসেন দুলাল, বেলায়েত হোসেন ও মোহাম্মদ মিলন।

ব্যালেট পেপার এর মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে চারজন প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা ৫৯৮। সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালীন নির্বাচন পরিদর্শনে আসেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ট্রেক্স ওয়ান বিডির কর্ণধর মোহাম্মদ খালেদ মোশারফ হোসেন জুয়েল, বিদ্যালয় দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি এজে আর গ্রুপের কর্ণধর সামছু উদ্দিন আহমেদ রিয়াদ, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেক্তার হোসেন ইকবাল মাস্টার জানান।

বিরতিহীন ভোটে ৫৯৮ ভোটারের মধ্যে ৩৫৯ ভোট কাস্ট হয়। নির্বাচনের ফলাফলে মোহাম্মদ ইলিয়া সুমন ১৮৭ ভোট পেয়ে প্রথম আমিরুল ইসলাম ভূঁইয়া ১৫১ ভোট পেয়ে দ্বিতীয়, মোতাহার হোসেন দুলাল ১৪০ ভোট পেয়ে তৃতীয় এবং মোহাম্মদ মিলন১৩০ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে।

আরও পড়ুন