• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সেনবাগে মোরশেদ আলম এম পি কে গণসংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে উপজেলা ও পৌর আওয়ামীলীগের ব্যানারে সংবর্ধিত হলেন ৩য় বারের নির্বাচিত আলহাজ্ব মোরশেদ আলম এমপি।
শনিবার বিকেল সাড়ে ৪টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন এজে আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছু উদ্দিন রিয়াদ ও টেক্স ওয়ান বিডি চেয়ারম্যান খালেদ মোশাররফ হোসেন জুয়েল।

সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাহার উল্যার সভাপতিত্বে ও সেনবাগ পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স. ম জাকারিয়া আল মামুন ও সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

সেনবাগের বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা নোয়াখালী-২ আসনের নন্দিত সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম কে সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করা হয়।

সংরর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এফবিসিসিআই এর সাবেক সভাপতি, সার্ক চেম্বারের বর্তমান সভাপতি মোঃ জসিম উদ্দিন, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, এ.জে.আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুদ্দীন আহমেদ রিয়াদ,টেক্স ওয়ান বিডি চেয়ারম্যান খালেদ মোশাররফ হোসেন জুয়েল,আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, এমপি পুত্র সামছুল আলম সুমন,সাইফুল ইসলাম দিপু, ২নংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন,৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, জিএস মোশাররফ, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলো,আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা মাসুদ, সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, বজরা ইউনিয়ন চেয়ারম্যান মিরন, সেনবাগ পৌর সভায় কাউন্সিলর আলমগীর হোসেন ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলের মাঠে হাজার দর্শকে মাতিয়ে জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর এস এস ব্যান্ডের ইভানের গানে মাতোয়ারা আনন্দে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল আলম দিপু, আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, নোয়াখালী-২ আসনের আমজনতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরও পড়ুন