• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৪

সেনবাগে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ০৭ই মার্চ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৭মার্চ সকাল সাড়ে ১০টায় সেনবাগ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণ করেন উপজেলা প্রশাসন, সেনবাগ থানা সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন। সকাল ১১টায় সেনবাগ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।

উপজেলা সহকারী কমিশন (ভূমি ) জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারেক,সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিয়া আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা অখিল শিকারী, উপজেলা মৎস কর্মকর্তা বিজয় কুমার পাল,উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, সাংবাদিক মোঃ হারুন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রেজিয়া আক্তার বকুল, মহিলা নেত্রী জেসমিন আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরষ্কার তুলতে অতিথি বৃন্দ।

আরও পড়ুন