• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ মার্চ, ২০২৪

সেনবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বের বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন সহ কয়েকটি সংগঠন।

সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা নির্বাহীরঅফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিয়া আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগ্যান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।

অলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন