• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২৪

হাতিয়ায় ৫০ পরিবারের মাঝে আলোর মশালের ঈদ সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশাল’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম রাশেদ প্রধান অতিথি থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন।

আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নিঝুম ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল, সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতউল্ল্যাহ, বাংলাদেশ টুডের হাতিয়া প্রতিনিধি ছায়েদ আহমেদ, সময়ের আলোর হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, গিয়াসউদ্দিন সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি সোহেল রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম রাশেদ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের পাশে থেকেছে। নিরীহ ও অসহায় পরিবারের সহযোগিতায় যাতে এ সংগঠনটি আরো ভূমিকা রাখতে পারে সেজন্য আমরা এগিয়ে আসবো।

এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজিব উদ্দিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মেসকাত আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর