• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৪

হাতিয়ায় ১৪৫ জেলের মাঝে বৈধ জাল বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় সামুদ্রগামী জেলেদের ৪৫ গ্রুপের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ৪৫টি দলের ১৩৫ জেলেকে ৭২ হাজার ফুট জাল বিতরণ করা হয়। প্রতিটি দলে তিনজন করে জেলে ছিলেন। একটি দলকে একটি (১৬০০ ফুট) করে জাল দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে এবং উক্ত বিভাগের আয়োজনে জাল সমূহ বিতরণ করা হয়। সুবিধাভোগী জেলেদের মধ্যে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ গ্রুপ, জাহাজমারা ইউনিয়নের ১৬ গ্রুপ এবং সোনাদিয়া ইউনিয়নের ২১ টি গ্রুপের জেলেরা এ বৈধ জাল সমূহ গ্রহন করেন।

জাল বিতরণের এসময় হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং ফিশারিজ অফিসার আশারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ পর্যন্ত দুই ধাপে মোট ২০০টি গ্রুপের মাঝে এ বৈধ জাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • হাতিয়া এর আরও খবর