• ঢাকা
  • শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২৪

সেনবাগ আ.লীগ সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন নেতাদের দলীয় পদ থেকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করায় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক সহ কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি ঘোষণা করা হয়েছে।

সেনবাগ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ছাতাপাইয়া ইউপি আ.লীগ সভাপতি আবদুল আহাদ, ৫ নং অর্জুনতলা ইউপি আ.লীগ সভাপতি সাহেব উল্লাহ ও ৭ নং মোহাম্মদপুর ইউপি আ: লীগ সেক্রেটারী রবিউল হাসানকে দলীয় পদ থেকে অব্যাহতি ঘোষণা করেছেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী, নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

সোমবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের হল রুমে সেনবাগ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেন তিনি ।

বর্ধিত সভায় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের অন্তর্গত সকল ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সহ তৃনমূল আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি দিয়ে কমিটির সহ-সভাপতি বাহার উল্ল্যাহ বাহার কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে, বাহার উল্যার শুন্য পদে অর্থাৎ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে এডভোকেট মাহমুদুল হক লেবু পাটোয়ারীকে, এছাড়াও ১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ কে অব্যাহতি দিয়ে রেজাউল হক চৌধুরীকে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ৫নং অর্জুনতলা ইউনিয়নের সভাপতি সাহাব উল্ল্যাহকে অব্যাহতি দিয়ে কুতুব উদ্দিন পাটোয়ারী সভাপতি ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান কে অব্যাহতি দিয়ে আব্দুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

বর্ধিত সভায় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বাহার উল্যা, সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কবির সহ উপজেলা কমিটি, পৌর কমিটির নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন