• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৩

জাগে বাংলাদেশ : পাশা মোস্তফা কামাল

শুক-সারিরা গেয়ে ওঠে
প্রিয় দেশের গান
সাত সকালে সুরের ছোঁয়ায়
জাগে মাটির প্রাণ।

মাটির প্রাণে লাগলে দোলা
ফোটে গোলাপ ফুল
সেই গোলাপের কানে দোলে
মুক্তো মোতির দুল।

মোতির দুলে রক্তরবি
ছড়ায় রঙের রেশ
সাত সকালে রঙিন হয়ে
জাগে বাংলাদেশ।

আরও পড়ুন