• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২ ডিসেম্বর, ২০২৩

আমার পোষা বুলবুলি – মোঃ মোবারক হোসেন

চলো গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি
আসবে কি আর ফিরে কভু চাইবে কি আর মুখ তুলি!
চলো গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

বেঁধেছিলো মায়ার ডোরে, ভালোবাসার পিঞ্জিরায়
উড়িয়ে নিয়ে গেল তারে বৈশাখী ঝড়-হাওয়ার
কাঁদে আমার নিরব হৃদয় হারিয়ে সুখের ফুলকলি
চলো গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

আধো বোলে বলতো কথা ডাকতো মধুর সুরে
ছোট্ট ডানায় ঝাপটে ধরে আদর করতো মোরে
তার ছোয়ার পরশ পেয়ে ফুটতো সুখের ফুলকলি।
চলো গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

মনের সব দুঃখ স্মৃতি, না পাবার বিরহ গীতি
তারে পেয়ে ভুলে ছিলাম, পেয়ে সুখের প্রীতি।
তার মাঝে পেয়েছিলাম সুখ গানের মুখকলি
চলে গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

মনের মাঝে আসার প্রদ্বীপ জ্বালছে ক্ষিণ আলো
ফিরে আসবে আমার কাছে বাসবে আবার ভালো
মধুর সুরে ডাকবে আমায় মান অভিমান সব ভুলি
চলে গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

কাঁচের মত ভাংগা হৃদয় লাগবে কি আর জোড়া
সুরত কি আর পাবে খাঁচা হৃদয় পাখি ছাড়া
আসবে বলে স্বযতনে রেখেছি খাচার ডোর খুলি
চলে গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।
ভাংগা খাঁচা দেহের মাঝে, থাকবে আমার প্রাণ
মনটি আমার গাইবে শুধু হৃদয় ভাংগার গান
ক্ষমা করে দিও আমার অসহায়ত্বের ভুলগুলি
চলে গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

বুঝার তব হয়নি বয়স অবুঝ তোমায় শিশুমন
আমায় ছেড়ে রইলে দুরে কিইবা আছে তার কারণ
বুঝবে যখন দোষ দিওনা না, জেনে সত্য ন্যায়গুলি
চলে গেছে খাঁচা ছেড়ে আমার পোষা বুলবুলি।

আভিজাত্যর দোহাই দিয়ে, চলে গেছে তোমায় নিয়ে
জিনদা লাশ বধির হয়ে, অশ্রুসিক্ত দুই নয়নে
সয়েছিলাম শত অপমান, শত কটাক্ষ বাক্য গুলি
চলে গেছে আমায় ছেড়ে আমার পোষা বুলবুলি।

আরও পড়ুন