• ঢাকা
  • সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী কবিতা উৎসব ২০২৪ এর প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক : নোয়াখালী জেলা এবং বৃহত্তর নোয়াখালী জেলার মানুষ সারাদেশে ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ব্যবসা বানিজ্য, শিল্প সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে অবদান রেখে চলেছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় নোয়াখালী জেলা অবদান অপরিসীম।

নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনকে সম্মৃদ্ধ করতে নোয়াখালী কবিতা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে নোয়াখালী কবিতা উৎসব -২০২৪ এর আয়োজনের বিষয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রাজধানীর কালবাট রোড, পুরানা পল্টন, রূপায়ণ তাজ টাওয়ার, ”নোয়াখালী জেলা সমিতির কার্যালয়ে সভার আয়োজন করা হয়েছে।

এই উৎসব ঢাকা ও চট্টগ্রামের অন্তত শতাধিক কবি নোয়াখালী জেলার মাইজদীতে এই উৎসবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবি বদরুল হায়দার।

নোয়াখালী কবিতা উৎসব -২০২৪ উদ্যাপন পরিষদের সভার আলোচনায় বলা হয়, এই উৎসব নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেণী জেলার সকল সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের উপস্থিতি নিশ্চিত করা হবে। নোয়াখালী জেলা ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতির বিভিন্ন বিষয় বা নিদর্শন যেন উঠে আসে ঐ ধরনের পরিকল্পনা গ্রহন করা হবে।

আরও পড়ুন